উত্তরবঙ্গে প্রথম ইআরসিপি মেশিনের সাহায্যে পেট না কেটে পিত্তনালী ও প্যানক্রিয়াসের রোগের চিকিৎসা করা হয়। এছাড়া এন্ডোসকপি মেশিনের সাহায্যে ইভিএল, পলিপেকটমি, বেলুন ডায়ালেটেশন, খাদ্যনালীতে কোন কিছু আটকালে তা বের করা (দাঁত, পয়সা, মাংসপিন্ড, আংটি, মাছের কাঁটা), পাকস্থলির রক্তক্ষরণ (পেপটিক আলসার) বন্ধ করা।