ল্যাপারোস্কপিক সার্জারী
বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ সার্জন দ্বারা পেট না কেটে ল্যাপারস্কপি মেশিনের সাহায্যে পিত্তথলীর পাথর, এ্যাপেন্ডেকটোমি, প্রষ্টেট মূত্রথলি, মূত্রনালীর টিউমার, কিডনীর পাথর অপারেশন।
মহিলাদের পেট না কেটে ল্যাপারোস্কপি পদ্ধতিতে বাচ্চা না হওয়ার কারণ নির্ণয়, বন্ধ্যাত্বের চিকিৎসা, জরায়ু ও ডিম্বাশয়ের টিউমার অপারেশন, একটোপিক গর্ভধারণ, জরায়ুনালীর পরীক্ষা এবং এন্ডোমেট্রিওসিস।